History [Nav]

আমাদের শলক কলেজ সম্পর্কে

এশিয়ার বৃহত্তম হৃদ বাংলাদেশের রাঙ্গামাটি পার্বত্য জেলার কর্ণফুলী নদীর কাপ্তাই বাঁধ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলার কর্ণফুলী নদীর অববাহিকায় পূর্ব-দক্ষিণ ও পশ্চিম পাশের্^ জুরাছড়ি উপজেলা। এ উপজেলাটি কর্ণফুলী নদী হতে উৎপত্তি শলক খালের (সুবলং খাল) মধ্যবর্তী স্থানে উপস্থিত। কর্ণফুলী নদীর উপশাখা শলক খালের ঘেষা একটি মনোরম পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ উঁচু টিলা ভূমির উপর ২০১৭ খ্রিস্টাব্দে শলক কলেজ প্রতিষ্ঠিত হয়। ভৌগোলিক অবস্থানগত দুর্গমতার কারণে শিক্ষা ও যাতায়াত এর ক্ষেত্রে উপজেলাটি অত্যন্ত অনগ্রসর পশ্চাৎপদ ও অবহেলিত। বিগত ১৯৮৫ সালে ক্ষমতার বিকেন্দ্রীকরণ স্থানীয় সরকার ব্যবস্থায় উপজেলা পরিষদ সৃষ্টি হয়। সৃষ্টির কাল থেকে অত্র এলাকার কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে না উঠায় এখানকার প্রান্তিক জনগোষ্ঠীর ছেলেমেয়েদের যুগ যুগ ধরে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠির ছেলে-মেয়েদের মাঝে উচ্চ শিক্ষা লাভের পথ সৃজন এবং এলাকার উচ্চ শিক্ষার আলো প্রসারের জন্য প্রাক্ত উপজেলা চেয়ারম্যান জনাব সুরেশ কুমার চাকমার সহযোগিতা ও বলিষ্ঠ নেতৃত্বে এবং এলাকাবাসী ও শিক্ষকমন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টা ও পরিচালনা পরিষদের সার্বিক তত্বাবধানে কলেজটি পরিচালিত হয়ে আসছে। শিক্ষকমন্ডলীর নিবিড় তত্বাবধানে ও পরিশ্রমের মাধ্যমে এ কলেজ এর ছাত্র-ছাত্রীরা ২০২৪ সালে এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ কৃতকার্য হওয়ায় গৌরব অর্জন করে। শিক্ষক-অভিভাবক, ছাত্র-ছাত্রী ও কলেজ পরিচালনা কমিটির ঐকান্তিক সমন্বয় সাধন এর মধ্যে দিয়ে আগামীতে আরো এ সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে এ প্রত্যাশা রাখছি।

 



                                                                       সুরেশ কুমার চাকমা

                                                                               সভাপতি

                                                                      শলক কলেজ নির্বাহী কমিটি

                                                                   জুরাছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

সুরেশ কুমার চাকমা

Chairman
সুরেশ কুমার চাকমা
View

বিপ্লব চাকমা

Principal
বিপ্লব চাকমা
View