Chairman



সভাপতির বাণী

বর্তমানে জুরাছড়ি উপজেলার শলক কলেজটি অত্র এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর উচ্চ শিক্ষায় পিছিয়ে পড়া ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষার আলো প্রসারের গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে এবং শিক্ষায় পিছিয়ে পড়া এ উপজেলায় অসহায় ও গরীব প্রান্তিক মানুষের মাঝে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে- এ কামনা করছি।

এ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নতি ও মঙ্গল কামনা করছি।

 

 

                                                                         সুরেশ কুমার চাকমা

                                                                               সভাপতি

                                                                      শলক কলেজ নির্বাহী কমিটি

                                                                   জুরাছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

সুরেশ কুমার চাকমা

Chairman
সুরেশ কুমার চাকমা
View

বিপ্লব চাকমা

Principal
বিপ্লব চাকমা
View